অপরাধ সংবাদ | তারিখঃ জুলাই ২৪, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 426 বার
গুজব ছড়ানোর অভিযোগে ২৫টি ইউটিউব চ্যানেল, ১০টি অনলাইন নিউজ পোর্টাল ও ৬০টি ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বুধবার (২৪ জুলাই) বেলা ১১টায় পুলিশ সদর দফতরে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
জাবেদ পাটোয়ারী জানান, সারা দেশে গণপিটুনিতে নিহত হয়েছেন আট জন, যাদের কেউই ছেলেধরা বা শিশু অপহরণকারী ছিলেন না। এমনকি যারা গণপিটুনিতে আহত হয়েছেন, তাদের কারও বিরুদ্ধে ছেলেধরা বা শিশু অপহরণের অভিযোগ পাওয়া যায়নি। গুজব ও গণপিটুনির অভিযোগে ৩১টি মামলা হয়েছে। এসব মামলায় ১০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
গণপিটুনি দিয়ে যারা মানুষ হত্যা করছে এবং গুজব ছড়াচ্ছে তাদের ছাড় দেওয়া হবে না হুঁশিয়ার করে পুলিশ মহাপরিদর্শক বলেন, ‘কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। যে যত বড় শক্তিশালীই হোক না কেন, আমরা কাউকে ছাড় দেবো না। প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’
Leave a Reply