প্রবাস | তারিখঃ জুলাই ২৩, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 796 বার
তুরস্কে গত সপ্তাহে বাংলাদেশিসহ কমপক্ষে দুই হাজার ২১২ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।
সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে নিরাপত্তা বাহিনীর একাধিক সূত্রের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একথা জানিয়েছে তুর্কি সরকার পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।
দেশটির উত্তরপশ্চিম অঞ্চলীয় এদরিন প্রদেশে নিরাপত্তা বাহিনীর একাধিক অভিযানে ৬৪৫ জনের মতো অভিবাসী আটক হয়। প্রদেশটি গ্রিস ও বুলগেরিয়ার সীমান্তবর্তী।
গত সপ্তাহে পূর্বাঞ্চলীয় প্রদেশ ভান ও এরজুরুমে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অভিযানে মোট ৬৭৮ জন অভিবাসী আটক হয়।
উপকূলীয় প্রদেশ কানাক্কালে, বালিকেসির, আয়দিন, ইজমির ও মুগলা থেকে মোট ৬৫৪ জন অভিবাসীকে আটক করে টার্কিশ কোস্ট গার্ড। এসব অভিবাসী গ্রিস হয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করছিল।
দক্ষিণাঞ্চলীয় আদানা প্রদেশ থেকে ১০৭ জন অভিবাসীকে আটক করে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। উত্তরপশ্চিম অঞ্চলীয় কিরক্লারেলি প্রদেশ থেকে ১১৪ জনকে আটক করে নিরাপত্তা বাহিনী।
দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশ থেকে ৮ অভিবাসীকে গ্রেপ্তার করেছে তুরস্কের সীমান্ত বাহিনী। তারা অবৈধ উপায়ে সিরিয়া থেকে দেশটিতে ঢোকার চেষ্টা করছিল।
বাংলাদেশি ছাড়া এসব অভিবাসীর মধ্যে আছে পাকিস্তান, কঙ্গো, সিরিয়া, ইরাক, আফগানিস্তান, মিশর, সেনেগাল, মধ্য আফ্রিকা, আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া, সোমালিয়া, লিবিয়া, টোগো ক্যামেরুন ও ফিলিস্তিনের নাগরিক।
তাদেরকে প্রাদেশিক অভিবাসী কার্যালয়গুলোতে নেয়া হয়েছে। তবে আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।
তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, ২০১৮ সালে দেশটিতে দুই লাখ ৬৮ হাজার অবৈধ অভিবাসীকে আটক হয়।
Leave a Reply