অপরাধ সংবাদ | তারিখঃ জুলাই ১৯, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 380 বার
কার সহায়তায় প্রিয়া সাহা ট্রাম্প পর্যন্ত পৌঁছালেন? ট্রাম্পের কাছে রাষ্ট্রের বিরুদ্ধে নালিশ করা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহাকে নিয়ে ভাবছে সরকারের উপর মহল ও একাধিক গোয়েন্দা সংস্থা।
একটি গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে, ড. মুহম্মদ ইউনূসের সহযোগিতায় ধর্মীয় নিপীড়নের শিকার হওয়া ১৯টি দেশের ২৭ জন ব্যক্তির সাথে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছেন প্রিয়া সাহা। ট্রাম্পের সাথে প্রিয়া সাহার সাক্ষাতের মাধ্যমে দেশকে আন্তর্জাতিক অঙ্গনে ছোট করার পেছনে কলকাঠি নাড়ছেন এই নোবেল বিজয়ী। আওয়ামী লীগের সিনিয়র এক নেতা জানান, সরকার এ ব্যাপারে খোঁজ নিচ্ছে এবং দেশের একাধিক গোয়েন্দা সংস্থা বিষয়টি নিয়ে খোঁজখবর চালিয়ে যাচ্ছে।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়া সাহার এই বক্তব্য সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি দাবি করেছেন, দেশে এমন কোন অবস্থা সৃষ্টি হয়নি যা আন্তর্জাতিক অঙ্গণে নালিশ করার মতো। জানা গেছে, প্রিয়া সাহা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন করতেন, রোকেয়া হলে থাকতেন। এখন একটি এনজিও আছে ওনার। বিভ্রান্তিমূলক কর্মকান্ডের জন্য গতবছর মহিলা ঐক্য পরিষদের পদ থেকে বহিষ্কার করা হয়। বাড়ি পুড়িয়ে দেওয়ার নাটক করে অনেক বিদেশি ফান্ড কালেক্ট করেন তিনি।
তার গ্রামের বাড়ি। চরবানিরী, মাটিভাঙ্গা, নাজিরপুর, পিরোজপুর। প্রিয়ার স্বামী মলয় সাহা সহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের দুই মেয়ে কয়েক বছর ধরে মলয় সাহার দুর্নীতির টাকায় আমেরিকায় বসবাস করছেন বলে জানা গেছে। কিছুদিন আগে প্রিয়া সাহাকে দুদকের অফিসিয়াল গাড়ি ব্যবহার করে এয়ারপোর্টে পৌছে দেন তার স্বামী দুদকের সহকারী পরিচালক মলয় সাহা। সকালে এয়ারপোর্ট পৌছে ফ্লাইট মিস করেন প্রিয়া। তারপর সেদিন রাতেই আরেকটি ফ্লাইটে তিনি আমেরিকায় রওনা হন। তার বিদায় মুহূর্তে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কুখ্যাত যুদ্ধাপরাধী আকবর কবিরের কন্যা তথাকথিত মানবাধিকার কর্মী খুশী কবির।
প্রিয়া সাহার এই দেশবিরোধী ষড়যন্ত্রের সঙ্গী হওয়ায় তার স্বামী মলয় সাহাকে অতিদ্রুত চাকুরি থেকে অব্যাহতি দিয়ে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি করছে অনেকেই।
এদিকে বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে প্রিয়া সাহা কেন অমন বিতর্কিত মন্তব্য করলেন সেটি খতিয়ে দেখার ঘোষণা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। তিনি বলছেন, ‘প্রিয়ার অভিযোগগুলোও সরকার শুনবে এবং খতিয়ে দেখবে।’
উল্লেখ্য, একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ডোনাল্ড ট্রাম্পকে প্রিয়া সাহা বাংলাদেশি পরিচয় দিয়ে বলছেন, বাংলাদেশে ৩৭ মিলিয়ন হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের গুম করা হয়েছে। সেই সাথে মুসলমানরা তাদেও অত্যাচার করে সম্পদ দখল করে নিচ্ছে। এছাড়া তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে মুসলমানরা। ভিডিওতে তিনি ট্রাম্পের কাছে সাহায্য প্রার্থনা ক
Leave a Reply