রাজধানীর ওয়ারীতে সাত বছরের শিশু সামিয়া আফরিন সায়মার নিখোঁজের পর লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। শনিবার সকালে শিশুটির বাবা আব্দুস সালাম অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ওয়ারি থানায় মামলা করেছেন। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির নিরাপত্তা প্রহরীসহ ছয়জনকে আটক করেছে।

আজ শনিবার (৬ জুলাই) সকালে শিশুটির বাবা আব্দুস সালাম অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ওয়ারী থানায় মামলা দায়ের করেন।
পুলিশের ওয়ারী জোনের সহকারী কমিশনার মোহাম্মদ সামসুজ্জামান মামলার তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
এদিকে ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য বাড়ি দারোয়ানসহ চারজনকে পুলিশ আটক করেছে বলে জানা যায়।
এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় ওয়ারীর বনগ্রাম মসজিদ এলাকার একটি নির্মাণাধীন ভবন শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সায়মা সিলভারডেল স্কুলের ছাত্রী ছিল। নবাবপুরে ব্যবসা করেন তার বাবা আব্দুস সালাম।
জানা যায়, গতকাল শুক্রবার মাগরিবের নামাজের আগে থেকে সায়মা নিখোঁজ হন। পরে তার মরদেহ নির্মাণাধীন ভবনের নবম তলার একটি কক্ষ থেকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তাদের ধারণা মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়।