হাইটেক | তারিখঃ জুলাই ৩, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 1132 বার
বাংলাদেশের রোগীদের জন্য টেস্ট টিউব বেবি ধারণের প্রযুক্তি ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা (আইভিএফ), পুরুষের বন্ধ্যত্ব, ইউরোলজি অর্থোপেডিকস ও ইএনটি’র মতো গুরুত্বপূর্ণ রোগের উন্নত মানের এবং সহজলভ্য চিকিৎসা সেবা পরামর্শ দিয়েছে ভারতের বিখ্যাত এসসিআই ইন্টারন্যাশনাল হাসপাতাল। সমপ্রতি রোটারি ক্লাবের সহায়তায় ঢাকা ক্লাবে এ স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ‘হেল্থ টক’ এর আয়োজন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে পুরুষের বন্ধ্যত্ব নিয়ে উইরোলজি বিশেষজ্ঞ ডা. ভিশাল দত্ত গৌর, বন্ধ্যত্ব নিয়ে প্রচলিত ধারণা বিষয়ে ইনফারটিলিটি, আইভিএফ ও গাইনি বিশেষজ্ঞ ডা. শিভানি সসদেভ গৌর বক্তব্য দেন। ডা. শিভানি সসদেভ গৌর বলেন, ভিট্রো ফার্টিলাইজেশন হলো কৃত্রিমভাবে শুক্রানুর মাধ্যমে একজন নারীর গর্ভবতী হওয়ার জন্য ব্যবহৃত একটি কৌশল। এই প্রক্রিয়ার মাধ্যমে ১ কোটি ২০ লাখেরও বেশি শিশু জন্মগ্রহণ করেছে। বন্ধ্যত্ব ক্লিনিকের সংখ্যা যেমন দ্রুত বৃদ্ধি পাচ্ছে সেই সঙ্গে প্রযুক্তিও প্রতি মুহূর্তে আপডেট হচ্ছে।
Leave a Reply