অপরাধ সংবাদ | তারিখঃ জুলাই ২, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 594 বার
রাজধানীর সায়েদাবাদে হাতবদলের সময় একটি একে-২২ রাইফেল উদ্ধার ও দু’জনকে আটক করা হয়েছে। একই মডেলের রাইফেল তিন বছর আগে গুলশানের হলি আর্টিজানে জঙ্গিরা ব্যবহার করেছিল।
রোববার রাতে সায়েদাবাদ বাস টার্মিনালের সামনে একটি পরিত্যক্ত জায়গায় অস্ত্রটি হাতবদলের সময় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট উদ্ধার করে।
আটকরা হল সাঈদুল ইসলাম ও কামাল হোসেন। তাদের কাছ থেকে দুটি ম্যাগাজিন ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের (এসএজি) অতিরিক্ত উপকমিশনার জাহাঙ্গীর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযানটি চালানো হয়। ঘটনাস্থলে অস্ত্রের হাতবদলের জন্য ছয়জন উপস্থিত হয়েছিল। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে চারজন পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান চলছে।
আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা অস্ত্র ব্যবসায়ী। হাতবদলের জন্য এখানে এসেছিল। তাদের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা করে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ডে নিলে তাদের আসল উদ্দেশ্য জানা যাবে।
উদ্ধার করা একে-২২ অস্ত্রটি রাশিয়ার তৈরি। এর ওজন প্রায় সাড়ে চার কেজি। বাংলাদেশে এর দাম প্রায় সাড়ে ৬ লাখ টাকা।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে, ২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিসান বেকারিতে হামলার ঠিক এক মাস আগে বিমানবন্দর রেলস্টেশনে দুটি একে-২২ রাইফেলসহ গ্রেফতার হয়েছিল দু’জন। ওই সময়ে তারা জিজ্ঞাসাবাদে জানিয়েছিল, এর আগে আরও ৭ থেকে ৮টি ভারী অস্ত্র হাতবদল করেছে। এরপর সেই অস্ত্র ব্যবহার করতে দেখা গেছে গুলশান হামলায়। জঙ্গি দমনে যুক্ত কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বৈশ্বিক কারণে দেশেও ছোট ছোট গ্রুপে স্থানীয় জঙ্গিদের মধ্যে একটু চাঙ্গা ভাব রয়েছে। গত কয়েক মাস আগেই ঢাকাতে ছোট দুটি হামলার চেষ্টা হয়েছে পুলিশের ওপর। আপাতত বড় হামলার কোনো শঙ্কা বা জঙ্গিদের সেই শক্তি না থাকলেও ফের ঢাকা থেকে এমন ভারী অস্ত্র উদ্ধার চিন্তায় ফেলেছে কিছুটা। তাই এর উৎস ও গন্তব্য অনুসন্ধানে তদন্ত চলছে।
Leave a Reply