স্বাস্থ্য কথা | তারিখঃ জুলাই ২, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 600 বার
স্যানিটারি প্যাডের কাঁচামাল আমদানির ওপর থেকে সমুদয় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক প্রত্যাহার করেছে সরকার।
সোমবার অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন এসআরও জারির ফলে এ বছর স্যানিটারি ন্যাপকিন-প্যাডে নতুন করে কোনো ভ্যাট বসছে না। গত বছরের ১৫ শতাংশ ভ্যাটই বহাল থাকছে।
এর আগে নারীর ব্যবহৃত স্যানিটারি ন্যাপকিনে ৪০ শতাংশের বেশি ভ্যাট বাতিলের দাবিতে ঢাকা ও রাজশাহীতের মানববন্ধন কর্মসূচি পালিত হয়। শুক্রবার বিকেল ৪-৫টা পর্যন্ত আমরা ‘ষষ্ঠ ইন্দ্রিয়’র পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নারী ও পুরুষরা।
Leave a Reply