অপরাধ সংবাদ | তারিখঃ মে ২৮, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 406 বার
রাজধানীর মালিবাগ মোড়ে পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণের পর পুলিশের সব ইউনিটকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছে পুলিশ সদর দপ্তর। পুলিশের যে কোনো স্থাপনায় প্রবেশের সময় সব আগন্তুককে বিধি অনুযায়ী সতর্কতার সঙ্গে তল্লাশি, ব্লক রেড, চেক পোস্টে তল্লাশি অভিযান পরিচালনা করতে নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশের গাড়িতে বিস্ফোরিত ককটেলটি স্বাভাবিকের চেয়ে অনেক শক্তিশালী বলে জানান ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ককটেলটি আগে থেকেই পুলিশের গাড়িতে রাখা হয়েছিল। সোমবার হামলার ঘটনায় আহত রিকশাচালক লাল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ হামলার পরপরই জঙ্গিগোষ্ঠীর ইন্টারনেটভিত্তিক তৎপরতা পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স জানিয়েছে, আইএস মালিবাগের ঘটনার দায় স্বীকার করেছে। তবে এ দেশে ওই সংগঠনটির কোনো অস্তিত্ব নেই বলে জানিয়ে আসছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা সমকালকে বলেন, ‘হামলার বিষয়টি তদন্তাধীন রয়েছে। আইএসের দায় স্বীকারের বিষয়টিও দৃষ্টিতে এসেছে। তবে এখন পর্যন্ত ঘটনার সঙ্গে আইএসের সংশ্নিষ্টতা পাওয়া যায়নি।’
Leave a Reply