অপরাধ সংবাদ | তারিখঃ মে ১১, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 419 বার
চাঁদপুরের শাহরাস্তিতে মাদক বিরোধী অভিযানে মরণ ফাঁদ থেকে উদ্ধার করা হয়েছে ;সিস্টেম খোকন’ নামের এক মাদক বিক্রেতাকে। নিজেকে পুলিশের হাত থেকে বাঁচাতে দুই বিল্ডিংয়ের ফাঁকে লুকাতে গিয়ে মরণ ফাঁদে আটকা পড়ে ওই মাদক ব্যবসায়ী। ৯ মে বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার উত্তর ঠাকুর বাজারে এ ঘটনাটি ঘটে।
পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে আড়াই ঘণ্টার চেষ্টায় দেয়াল কেটে আটকে পড়া ওই ব্যক্তিকে উদ্ধার করে।
পুলিশের দাবি, খোকন ওরফে সিস্টেম খোকন (৫২) নামে ওই ব্যক্তি মাদক বিক্রেতা। তিনি এখন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর ঠাকুরবাজারে পুলিশ মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় শাহরাস্তি পৌরসভার পূর্ব উপলতা কাজী বাড়ির খোকন ওরফে সিস্টেম খোকন পুলিশের ধাওয়া খেয়ে দৌড়ে পালাতে গিয়ে ঠাকুরবাজারের যশোরীর দুই ভবনের মাঝখানে সরু জায়গায় আটকে যান। সেখান থেকে পুলিশ উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে শাহরাস্তি ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেয়াল কেটে তাকে উদ্ধার করে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা মোতালেব জমাদার জানান, একপর্যায়ে অতিরিক্ত গরমে খোকন দুর্বল হয়ে পড়লে তাকে বাঁচানোর জন্য ফায়ার সার্ভিস দল একটি ভবনের দেয়াল ছিদ্র করে খাওয়ার পানি দেয় এবং চার্জার ফ্যানের মাধ্যমে বাতাস দেওয়ার ব্যবস্থা করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় দিবাগত রাত দেড়টার দিকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
Leave a Reply