অপরাধ সংবাদ | তারিখঃ মে ৬, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 448 বার
মেয়াদোত্তীর্ণ সয়াবিন তেল পুনরায় বোতলজাত করা এবং মেয়াদোত্তীর্ণ রাসায়নিক পদার্থ ব্যবহার করার দায়ে পুষ্টি সয়াবিন তেলের প্রস্তুতকারক সুপার অয়েল রিফাইনারি লিমিটেডকে ৭৫ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বাজারের মেয়াদোত্তীর্ণ সয়াবিন তেল সংগ্রহ করে পুনরায় বোতলজাত করে পুষ্টির মোড়ক লাগিয়ে তেল বাজারজাত করে আসছিল পুষ্টি তেলের প্রতিষ্ঠান টিকে গ্রুপ।
আজ রোববার (৫ মে) দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সুপার অয়েল রিফাইনারি লিমিটেডে র্যাব ও বিএসটিআইয়ের এই যৌথ অভিযানের নেতৃত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেন্ট মো. সারওয়ার আলম।
ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, বাজারের অবিক্রিত মেয়াদোত্তীর্ণ তেল ফেরত এনে পাইপলাইনে ঢুকিয়ে নতুন করে বোতলজাত করছে প্রতিষ্ঠানটি, যা সত্যিই অবিশ্বাস্য এবং কষ্টকর। এছাড়াও তাদের কোয়ালিটি কন্ট্রোল ল্যাবের ৮০ ভাগ রাসায়নিক পদার্থেরই মেয়াদোত্তীর্ণ হয়েছে আরও কয়েক বছর আগে। এই অপরাধের দায়ে প্রতিষ্ঠানটিকে ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
Leave a Reply