হাইটেক | তারিখঃ মে ৬, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 462 বার
বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে সরাসরি অর্থ সাহায্য দেওয়ার সুযোগ চালু করেছে ইনস্টাগ্রাম। এ জন্য স্টোরিজ ফিচারে ‘ডোনেশন’ নামের স্টিকার যুক্ত করা হয়েছে। ফেইসবুকের ‘ডোনেশন’ টুলের আদলে তৈরি স্টিকারটিতে ক্লিক করে সরাসরি বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে অর্থ সাহায্য দেওয়া যাবে। ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাক্তিগত স্টোরিজ ফিচারে ডোনেশন স্টিকার যুক্ত করা যাবে না। কেবল অলাভজনক দাতব্য প্রতিষ্ঠানগুলো এর মাধ্যমে অর্থ সংগ্রহ করতে পারবে।
দাতাদের পাঠানো অর্থ সরাসরি প্রতিষ্ঠানগুলোর অ্যাকাউন্টে জমা হবে। প্রাথমিকভাবে ‘জেইডি ফাউন্ডেশন’, ‘নো কিড হাংরি’, ‘মালালা ফান্ড’, ‘ব্ল্যাক গার্লস কোড’সহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে অর্থ পাঠানো যাবে।
সূত্র : ম্যাশেবল
Leave a Reply