অপরাধ সংবাদ | তারিখঃ মে ৪, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 569 বার
ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন, ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।
এদের মধ্যে জীবনের নিরাপত্তা চেয়ে শনিবার সন্ধ্যায় ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি নং- ১৭১) করেছেন সুলতানা কামাল।
এরপরপরই সাইবার ক্রাইম ইউনিটকে বিষয়টি অবহিত করেছে থানা পুলিশ। পাশাপাশি তদন্ত শুরু করেছে ধানমন্ডি থানাও। সাধারণ ডায়রি অনুযায়ী, মার্চ মাসে জঙ্গি সংগঠন আইএসের পক্ষ থেকে ম্যাগাজিন প্রকাশ করে তিনজন ব্যক্তিকে হত্যার হুমকি দেয়া হয়। সেই তিনজনের মধ্যে সুলতানা কামালের নাম রয়েছে।
সুলতানা কামাল নিজে এসে এই জিডি করেন। জিডিতে তিনি অভিযোগ করেন- লোনউলফ নামে একটি পত্রিকায় তাদের তিনজনকে প্রাণনাশের হুমকির খবর এসেছে।
জিডির বিষয়টি ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটকে জানানো হয়েছে। তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান ওসি।
সুলতানা কামাল জিডিতে ইসলামের স্বার্থে তাদেরকে হত্যার হুমকি সম্বলিত স্ন্যাপশর্ট সংযুক্ত করেছেন। সেগুলো পুলিশ যাচাই-বাছাই করে দেখছে। এরপরই বলা সম্ভব হবে, ঠিক কারা সুলতানা কামালকে এই হুমকি দিয়েছে।
পরে এ বিষয়ে সুলতানা কামাল বলেন, ‘আমাদের তিনজনের প্রাণনাশের হুমকি এসেছে। থানায় জানানোর পর তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে।’
চলতি বছরের মার্চেও টেলিগ্রামভিত্তিক অনলাইন ম্যাগাজিন লোনউলফে হত্যার জন্য টার্গেট হিসেবে আইন ও সালিস কেন্দ্রের (আশক) প্রধান সুলতানা কামালের নাম উল্লেখ করা হয়েছিল।
Leave a Reply