জাতীয় স্বদেশ | তারিখঃ এপ্রিল ২৯, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 566 বার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের প্রশাসনিক কার্যক্রম স্ব স্ব ক্যাম্পাসে পরিচালনার উদ্যোগ নেয়া হয়েছে।
পাশাপাশি আগামী সাত দিনের মধ্যে সাত কলেজের একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা হবে। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির কার্যালয়ে ভিসির সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।
সাত কলেজের কার্যক্রম গতিশীল করতে প্রশাসনিক কাজ বিকেন্দ্রীকরণের লক্ষ্যে এমন উদ্যোগ নেয়া হয়। এর ফলে সাত কলেজের শিক্ষার্থীদের নিজেদের কাজ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার মতো বিড়ম্বনা এড়ানো সম্ভব হবে।
বৈঠক সূত্র জানিয়েছে, সাত কলেজকে স্বয়ংসম্পূর্ণ করে এসব কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সেখানেই সমাধান করা হবে। এতে বিড়ম্বনা থেকে রক্ষা পাবেন সাত কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৈঠকের বিষয়ে ভিসি আখতারুজ্জামান বলেন, সাত কলেজের সমস্যা সমাধানে আমরা শুরু থেকেই আন্তরিক ছিলাম। তাদের একাডেমিক কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে।
তারই ধারাবাহিকতায় কলেজগুলোর অধ্যক্ষদের সঙ্গে নিয়ে ফলপ্রসূ বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্তগুলো নিয়ে অতিদ্রুত পরিপত্র জারি করা হবে। বৈঠকে গৃহীত অন্য সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে- বিগত পরীক্ষাগুলোতে সাত কলেজের অধিকাংশ শিক্ষার্থী অনুত্তীর্ণ হয়।
তাদের মধ্যে যারা দুই বিষয়ে পর্যন্ত ফেল করেছিলেন তারা পরের শিক্ষাবর্ষে ভর্তি হতে পারবেন। পরবর্তী বছর পুনরায় তাদের পরীক্ষা নেয়া হবে। এক্ষেত্রে শর্ত রয়েছে, তাদেরকে উত্তীর্ণ হতে হবে। আর যারা অনেক বিষয়ে অনুত্তীর্ণ হয় তাদের জন্য বিশেষ পরীক্ষার ব্যবস্থা করা হবে।
Leave a Reply