রাশিয়াকে ভেনিজুয়েলা থেকে সেনা প্রত্যাহার করে নিতে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি এ কথা বলেন। খবর রয়টার্সের।

গত শনিবার রাশিয়ার দুইটি বিমান অন্তত ১০০ সেনা ও সামরিক সরঞ্জাম নিয়ে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে অবতরণ করে।

বুধবার এ নিয়ে ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, রাশিয়াকে ভেনিজুয়েলা থেকে বেরিয়ে যেতে হবে।

ভেনিজুয়েলা থেকে রাশিয়ার সেনা কিভাবে প্রত্যাহার করার ব্যবস্থা করবেন? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, আমরা দেখছি, আমাদের জন্য সব ব্যবস্থা খোলা আছে।

এ ব্যাপারে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখরোভা বলেছেন, রাশিয়াকে ভেনিজুয়েলা থেকে সেনা প্রত্যাহারের কথা বলার আগে আমেরিকার উচিৎ সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করে নেয়া।

গত দেড় মাসেরও বেশি সময় ধরে ভেনিজুয়েলার চরম রাজনৈতিক অস্থিরতা চলছে। দেশটির প্রধান বিরোধী নেতা হুয়ান গুয়াইদো গত ২৩ জানুয়ারি নিজেকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেয়। এরপর সঙ্গে সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুয়াইদোকে সমর্থন দেন। এছাড়া পরবর্তীতে অন্তত ৫০টি দেশ গুয়াইদোকে সমর্থন জানায়।

অন্যদিকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সমর্থন জানিয়েছে আসছে রাশিয়া, চীন ছাড়াও আরো অনেক দেশ।