রাজনীতি | তারিখঃ মার্চ ২৪, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 554 বার
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আন্দোলন করে নয়, আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তিনি বলেন, শেখ হাসিনার সরকার প্রতিহিংসায় বিশ্বাস করে না। রাজশাহীতে অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে আইনমন্ত্রী এসব কথা বলেন।
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে বার ভবনের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী। পরে আলোচনা সভায় যোগ দেন। অনুষ্ঠানে রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট লোকমান আলী সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, আদিবা আনজুম মিতা, আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক।
বিকালে আইনমন্ত্রী আনিসুল হক রাজশাহীর বিভিন্ন আদালতের বিচারকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় মন্ত্রী মামলাজট কমিয়ে আনতে বিচারকদের নির্দেশ দেন।
Leave a Reply