খেলাধুলা | তারিখঃ মার্চ ১৯, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 574 বার
এমবাপ্পে বর্তমান বিশ্বের সেরা ফুটবলারদের একজন। বিশ্ব ফুটবলে মেসি-রোনালদোর সঙ্গে নেইমার-এমবাপ্পের নাম একদমে উচ্চারিত হয়। মেসি-রোনালদোর চেয়েও এক জায়গায় তিনি ঢের এগিয়ে। পিএসজি তারকার বয়স যে মাত্র ২০ বছর। আর তাই দলবদলের বাজারে এমবাপ্পে সবচেয়ে দামি ফুটবলার বলে মনে করছেন সাবেক রিয়াল মাদ্রিদ, চেলসি এবং ম্যানইউ কোচ হোসে মরিনহো।
বয়স ২১ বছর হওয়ার আগেই বিশ্বকাপ জিতেছেন। দু’বার লিগ ওয়ান শিরোপা জিতেছেন। সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে তার গোল ৫৫টি। সর্বশেষ ব্যালন ডি’অরের ভোটে চতুর্থ হয়েছেন। তিনি আগামী পাঁচ বছরের মধ্যে ফুটবলের মাঠে রাজত্ব করবেন। দশ বছর পর্যন্ত ফুটবল বিশ্ব তার নামে বুদ হয়ে থাকতে পারে। ওদিকে মেসির বয়স ৩১, রোনালদোর ৩৪, নেইমারও ২৭ বছরের ঘোড়া। মরিনহোর দৃষ্টিতে বয়স তাই এমবাপ্পেকে এগিয়ে দিচ্ছে।
আর তিনি যেহেতু পিএসজির মতো ক্লাবে খেলছেন। অন্যক্লাব তাকে দলে টানতে গেলে খরচা করতে হবে রেকর্ড পরিমাণ অর্থ। পর্তুগিজ কোচ বলেন, ‘এখনই এমবাপ্পের দিকে তাকান। সে অসাধারাণ। ভবিষ্যতের কথা বললে, বলার অপেক্ষা রাখে না পাঁচ থেকে দশ বছরের ব্যবধানে সে কোথায় গিয়ে পৌঁছাবে। আপনি যখন খেলোয়াড় কিনতে বাজারে নামবেন, বয়স একটা বড় বিষয়। প্রকল্প হাতে নিয়ে বাজারে নামলে এমবাপ্পেই বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।’
মরিনহো ফ্রান্স তারকা এমবাপ্পেকে নিয়ে বলেন, ‘তার জন্য একটা শব্দই যথেষ্ঠ। অবিশ্বাস্য। এটাই সবকিছু প্রকাশ করে। এমবাপ্পেকে নিয়ে তার জাতীয় দলের কোচ দিদিয়ের দেশমের মন্তব্য, ‘মাঠে নামলে কিছু কঠিন চ্যালেঞ্জ আপনার সামনে হাজির হবে। এমবাপ্পে এমন মানের, সে ওই পরিস্থিতি মোকাবেলা করতে সবসময় প্রস্তুত।’
Leave a Reply