ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন বাতিল করে পুনঃতফসিলসহ পাঁচ দফা দাবিতে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি সোমবারের মতো স্থগিত করেছে ভোট বর্জনকারী পাঁচটি প্যানেল।

আলোচনার মাধ্যমে পরবর্তী কর্মসূচি জানিয়ে দেয়ার ঘোষণা দিয়েছে তারা।

কর্মসূচি স্থগিত করে কোটা সংস্কার আন্দোলন প্যানেলের জিএস প্রার্থী মুহাম্মদ রাশেদ খান বলেন, আমরা ক্ষুব্ধ এবং হতাশ। বিশ্ববিদ্যালয় উপাচার্য কিংবা প্রক্টর কেউ আমাদের সাথে কথা বলতে আসেনি। তারা নৈতিকভাবে এতটাই দুর্বল যে, তারা শিক্ষার্থীদের সাথে কথা বলতে ভয় পাচ্ছে। আমরা ভিসি অফিসের দ্বারগোড়ায় ৫ ঘণ্টা যাবৎ অপেক্ষা করছি। প্রশাসন আমাদের সাথে কথা বলতে সৎ সাহস দেখায়নি। এটা খুবই লজ্জাজনক।

ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে তফসিল ঘোষণা করে পুনঃনির্বাচন দেয়া, ভিসির পদত্যাগসহ ৫টি দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভে অংশ নেয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদসহ ভোট বর্জনকারী পাঁচটি প্যানেল। ভিসির কার্যালয়ের সামনে সোমবার বিকেল পর্যন্ত অবস্থান করেন আন্দোলনকারীরা।

এর আগে রোববার ভোট বর্জনকারী প্যানেলের সাথে সহমত প্রকাশ করেন নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর।