জেলা সংবাদ | তারিখঃ মার্চ ১৫, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 654 বার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাথে মুঠোফোনে অশোভন আচরণ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে নোয়াখালীর কবিরহাট উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।এছাড়া জেলা আওয়ামী লীগের দুই সদস্যককে বহিষ্কার করা হয়। শুক্রবার (১৫ মার্চ) বিকালে জেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মহিউদ্দিন টোকন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়।
সভায় কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি ও সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানকে অব্যহতি এবং দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করায় জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে আলাবক্স তাহের টিটু ও মোহাম্মদ উল্যাকে বহিষ্কার কর হয়।
সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে সভায় সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে আব্দুল মোমিন বিএসসিকে আহবায়ক এবং মো. ইলিয়াস, মো. কামাল খান এবং মহিউদ্দিন টিটু (চেয়ারম্যান) কে যুগ্ম আহবায়ক করে কবিরহাট উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাব উদ্দিন, কেন্দ্রীয় আ.লীগের সদস্য রুহুল আমিন খোন্দকার, সামছুদ্দিন জেহান, অ্যাভোকেট শিহাব উদ্দিন শাহীন, জেলা যুবলীগের আহবায়াক ইমন ভট্রসহ আরও অনেকে।
উল্লেখ্য,মোহাম্মদ উল্ল্যাহ( ভিপি মোহাম্মদ উল্ল্যাহ) একজন আত্মস্বীকৃত রাজাকার। স্বাধীনতা যুদ্ধের সময় তার দেশ বিরোধী ভূমিকার জন্য মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সংগঠন তার বিচার দাবী করলেও আওয়ামী লীগ সাইনবোর্ড ব্যবহার সে উপজেলা চেয়ারম্যান পর্যন্ত নির্বাচিত হয়েছিল। ২০১৭ সালে মুক্তিযোদ্ধা যাচাই বাচাই কার্যক্রম চলাকালীন সময়ে মোহাম্মদ উল্ল্যাহ প্রভাব খাটিয়ে নিজেকে মুক্তিযোদ্ধা হিসাবে নিবন্ধিত করার চেষ্টা করে। এক পর্যায়ে নিজস্ব সাঙ্গপাঙ্গ দিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ দখলের পাঁয়তারা করে ব্যার্থ হয়।
Leave a Reply