অপরাধ সংবাদ | তারিখঃ মার্চ ৭, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 601 বার
স্ত্রীকে মারধর ও যৌতুকের মামলায় গ্রেফতার হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত চরিত্র বগুড়ার আশরাফুল আলম ওরফে হিরো আলম।
বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয় বলে সমকালকে নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।
সদর থানার ওসি এসএসম বদিউজ্জামানও সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্ত্রীকে পিটুনি ও যৌতুকের দাবির মামলায় রাতে থানার সামনে থেকে হিরো আলমকে গ্রেফতার করা হয়।
মিউজিক ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনায় আসেন বগুড়ার কেবল অপারেটর ব্যবসায়ী হিরো আলম। গত একাদশ জাতীয় সংসদে নির্বাচনে স্বতন্ত্রভাবে বগুড়ায় প্রার্থী হয়েছিলেন তিনি। এ নিয়েও আলোচিত হন হিরো আলম।
অভিযোগ উঠেছে, পরকীয়া ও দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে আহত করেছেন হিরো আলম। এ ঘটনায় তার স্ত্রী সাবিয়া আক্তার সুমি (২৮) আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এদিকে হিরো আলমের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন তাকে মারধর করে বাড়ি থেকে ৫ লাখ টাকা লুটে নিয়েছে। উভয় পক্ষই থানায় অভিযোগ করেছে।
বুধবার হিরো আলমের স্ত্রী সুমি অভিযোগ করে বলেন, হিরো আলম ঢাকায় দ্বিতীয় বিয়ে করেছেন। এ কারণে বগুড়ায় থাকা আমার ও সন্তানের কোনো খবর রাখেন না। সংসারের খরচ দেন না। এর প্রতিবাদ করায় আগেও আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন তিনি।
Leave a Reply