অপরাধ সংবাদ | তারিখঃ মার্চ ৫, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 515 বার

সৎ ভাইকে হত্যার পর ভাবিকে বিয়ে করে নিরুদ্দেশ ছিলেন । অতপর তিন বছর ধরে সংসার করার পর গ্রেফতার হলেন এক যুবক। ঢাকা মেট্রো দক্ষিণ সিআইডি ডেমরা ইউনিটের সিনিয়র এএসপি মো. ইকবাল হোসেন জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. টিপু ব্যাপারী (২৪) মাদারীপুরের কালকিনী উপজেলার ক্রকিরচর এলাকার হায়দার আলী ব্যাপারীর ছেলে। তিন বছর আগে টিপু, তার ভাই বাসচালক রুবেল ও তার স্ত্রী রিমা আক্তার কাকলীর সঙ্গে ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় বাস করতেন।
রুবেল ও টিপু এক মায়ের সন্তান হলেও তাদের বাবা দুইজন। রুবেলের বাবা মারা যাওয়ার পর তার মা হায়দার আলী ব্যাপারীকে বিয়ে করেন।
এএসপি ইকবাল মামলার বলেন, কেরাণীগঞ্জে থাকার সময় রিমার সঙ্গে টিপুর পরকীয়া প্রেমের সম্পর্ক হয়। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য হলে ২০১৬ সালের ১৮ মে টিপু তার বড় ভাই রুবেলকে ছুরিকাঘাতে খুন করে রিমাকে নিয়ে পালিয়ে যান। এর দুই দিন পর রুবেলের সৎ বাবা (টিপুর বাবা) হায়দার আলী থানায় মামলা করেন।
এএসপি ইকবাল আরো বলেন, টিপু এতদিন সিলেটের কোম্পানীগঞ্জ এলাকায় ফাহিম পরিচয়ে রিমাকে নিয়ে বসবাস করছিলেন। টিপু সুকৌশলে তার ব্যবহৃত মোবাইল নম্বর ও রিমার মোবাইল নম্বর অন্য লোকের নামে নিবন্ধন করে ব্যবহার করতেন। গ্রেপ্তার এড়ানোর জন্য পরিবারের কারো সঙ্গে যোগাযোগও করতো না।”
অবশেষে প্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান শনাক্ত করা হয় বলে জানান এএসপি ইকবাল। টিপুকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে বলেও ইকবাল জানান।সূত্র-বিডি নিউজ২৪
Leave a Reply