অপরাধ সংবাদ, জেলা সংবাদ | তারিখঃ মার্চ ৪, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 585 বার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা যুবলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমানকে (৩৬) চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শনিবার দুপুরে অভিযান চালিয়ে পৌর শহরের থানা চৌরাস্তা থেকে মোখলেছুর রহমানকে গ্রেফতার করে। তিনি পৌর শহরের সোনারপাড়া গ্রামের বাসিন্দা মন্টু মিয়ার ছেলে। এ ঘটনায় মামলা দায়েরের পর রোববার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, উপজেলার কামদিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার কামরুল হাসান হুমায়ন উপজেলা পরিষদ চত্ত্বরে মোটরসাইকেল রেখে পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে যান। প্রশিক্ষণ শেষে বাহিরে এসে দেখেন তার মোটরসাইকেলটি নেই। পুলিশ তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পায়, মোখলেছুর মোটরসাইকেলটি চুরি করে পালিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদী হাসান বলেন, আটকের পর মোখলেছুর মোটরসাইকেল চুরির কথা অবলীলায় স্বীকার করেছেন। মোখলেছুরকে আটকের খবর পেয়ে তার বাবা মোটরসাইকেল ফেরত দেওয়ার জন্য এক ঘণ্টা সময় চান। পরে শনিবার বিকেল ৫টায় মন্টু মিয়া চোরাই মোটরসাইকেলটি ফেরত দেন।
তিনি আরও জানান, মোখলেছুর মোটরসাইকেল চুরির পর নিজেই চালিয়ে উপজেলার শালমারা ইউনিয়নে তার শশুরবাড়িতে শ্যালক সুমনের কারেছ রেখে আসেন। মোখলেছুরের বক্তব্য অনুযায়ী, তার শশুরের পরিবারের সকলেই মোটরসাইকেল চুরি সিন্ডিকেটের সঙ্গে জড়িত।
Leave a Reply