জাতীয় স্বদেশ | তারিখঃ ফেব্রুয়ারি ৭, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 540 বার
নারী সহকর্মীর প্রতি যৌন হয়রানির অভিযোগে দায়ের হওয়া মামলায় বেসরকারি একুশে টেলিভিশনের চিফ রিপোর্টার এম এম সেকান্দার মিয়ার (৩৪) জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস এ আদেশ দেন।
আসামির দুইদিনের রিমান্ড শেষে মামলাটির তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মবিন আহমেদ ভুইয়া আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান।
এদিন আসামির পক্ষে তার আইনজীবী প্রশান্ত কুমার, তুহিনসহ আরও অনেকেই জামিনের আবেদন করেন। অপর দিকে রাষ্ট্র এ জামিনের বিরোধীতা করেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ৪ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বনশ্রীর বাসা থেকে সেকান্দারকে আটক করে র্যাব-২। পরে তাকে হাতিরঝিল থানায় সোপর্দ করা হয়।
Leave a Reply