অপরাধ সংবাদ | তারিখঃ ফেব্রুয়ারি ৩, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 675 বার
দুদক কর্মকর্তা পরিচয়ে দুর্নীতির মামলার ভয় দেখিয়ে বিভিন্ন পদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেবার অভিযোগে ২ জনকে আটক করেছে র্যাব।
গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর হাজারীবাগের সনাতন গড় বৌবাজার থেকে আনিছুরকে এবং তাঁর সহযোগী ইয়াসিন তালুকদার (২৩) নবীপুর থেকে গ্রেপ্তার করে র্যাব-২ এর একটি দল। প্রায় পাঁচ বছর আগে ২০১৪ সালে তাদের প্রতারণার হাতেখড়ি। তাঁর একজন নেতা রয়েছেন। এই দলে আরও সাত-আটজন সদস্য রয়েছেন।
আজ শনিবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, চক্রটি ২০১৪ সাল থেকে প্রতারণা করে আসছিল। এ পর্যন্ত তারা প্রায় ৫শ’ কর্মকর্তা কর্মচারীর কাছ থেকে ৩৫ থেকে ৪০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এই চক্রের আরও অন্তত ১০ সদস্যকে আটকের চেষ্টা করছে র্যাব।
র্যাব জানান, তারা মোবাইল ফোনে কল দিয়ে বলে আমি দুদকের একজন কমিশনার বলছি, কাগজ কলম নেন মামলা নাম্বার লিখেন। এরপর যারা যোগাযোগ করছে, তাদেরকে বলছে মোবাইলের মাধ্যমে খরচ পাঠাতে মামলায় খরচ হবে। এভাবেই তারা মোবাইলের মাধ্যমে প্রতারণা করে আসছে।
Leave a Reply