জাতীয় স্বদেশ | তারিখঃ জানুয়ারি ৩০, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 395 বার
দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক নজরদারী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বিশ্বের অন্যান্য দেশের সাথে একযোগে মঙ্গলবার বাংলাদেশেও দুর্নীতি ধারণা সূচক-২০১৮ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে বাংলাদেশে দুর্নীতি বেড়েছে, ২০১৭-এর তুলনায়। ২০১৮ সালে ওই সূচক অনুযায়ী সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম – যা ২০১৭ সালে ছিল ১৭তম স্থানে। ঢাকায় এক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান প্রতিবেদন প্রকাশ করেন।
দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক নজরদারী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বিশ্বের অন্যান্য দেশের সাথে একযোগে মঙ্গলবার বাংলাদেশেও দুর্নীতি ধারণা সূচক-২০১৮ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে বাংলাদেশে দুর্নীতি বেড়েছে, ২০১৭-এর তুলনায়। ২০১৮ সালে ওই সূচক অনুযায়ী সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম – যা ২০১৭ সালে ছিল ১৭তম স্থানে। ঢাকায় এক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান প্রতিবেদন প্রকাশ করেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ায় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। প্রথম আফগানিস্তান। কম দুর্নীতিগ্রস্ত দেশ ভুটান। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া। আর সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে ডেনমার্ক। টিআইবি প্রধানমন্ত্রীর দুর্নীতিবিরোধী জিরো টলারেন্সের ঘোষণাকে স্বাগত জানিয়েছে।
এদিকে, দুর্নীতি দমন কমিশনের প্রধান ট্রান্সপারেন্সির প্রতিবেদন গ্রহণযোগ্য নয় বলে এক প্রতিক্রিয়া জানিয়ে প্রতিষ্ঠানটির কাছে তাদের প্রতিবেদন তৈরির পদ্ধতি এবং দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছেন।
Leave a Reply