রাজনীতি | তারিখঃ জানুয়ারি ২৫, ২০১৯ | নিউজ টি পড়া হয়েছেঃ 539 বার
জাতীয় ঐক্যফ্রন্ট থেকে সরে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ। এই দুই নেতার পরিবর্তে অন্তর্ভুক্ত হচ্ছেন গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আবদুল মঈন খান।
ঐক্যফ্রন্টের সঙ্গে নানা বিষয়ে মতের গরমিল এবং বিএনপির ওপর ঐক্যফ্রন্টের চাপের কারণে দুই নেতা সরে যাচ্ছেন বলে জানা গেছে। খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ নিজ থেকেই ঐক্যফ্রন্টে থাকতে অনীহা প্রকাশ করেছেন।
সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই ঐক্যফ্রন্টের সঙ্গে বিএনপির টানাপোড়েন শুরু হয়। তবে সেই টানাপোড়েন কৌশলে সামাল দিয়েছিল বিএনপি। কিন্তু নির্বাচনের পর বিষয়টি আবার সামনে এসেছে। জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটিতে থাকতে চাচ্ছেন না বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ।
জানা যায়, বিএনপির নীতিগত বিষয় নিয়ে ঐক্যফ্রন্ট নেতাদের হস্তক্ষেপ, জামায়াতকে ধানের শীষ প্রতীক দেয়া এবং ঐক্যফ্রন্টের সঙ্গে থাকলে ভবিষ্যতে বিএনপি অস্তিত্ব সংকটে পড়তে পারে; এমন শঙ্কা থেকেই ঐক্যফ্রন্টের বিষয়ে দুই নেতা বারবার দ্বিমত পোষণ করেন। শেষ পর্যন্ত তারা সরে দাঁড়াতে যাচ্ছেন।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের কাছে গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি না হয়ে
Leave a Reply