ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খুরশিদ আলমের বাড়ির পাশ থেকে ১০টি অত্যাধুনিক অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে খুরশিদের সোনাগাজী পৌরসভার ৩নং ওয়ার্ড উত্তর চর চান্দিয়া এলাকার বাড়ির পাশ থেকে এসব উদ্ধার করা হয়।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতার পরিকল্পনায় এসব অস্ত্র এখানে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাশকতার পরিকল্পনায় দুর্বৃত্তরা অস্ত্র ও গোলাবারুদ মজুদ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব।
অভিযানকালে যুবদল নেতা খুরশিদ আলমের বাড়ির পাশের পরিত্যক্ত একটি ঘর থেকে ১০টি অত্যাধুনিক অস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত এসব অস্ত্রের মধ্যে আটটি বিদেশি অস্ত্র, একটি পাইপগান, একটি শটগান ও ৩০ রাউন্ড গুলি রয়েছে।