আজ বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শেখ রাসেল ক্রীড়াচক্রকে ২-১ গোলে হারিয়ে প্রথম বারের মতো স্বাধীনতা কাপের শিরোপা জিতল বসুন্ধরা কিংস । বসুন্ধরা কিংসের এই জয়ের নায়ক মতিন মিয়া। অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটা করেছেন তিনিই।
১০ কোটি টাকা ঢেলে এ মৌসুম দল গঠন করেছে বসুন্ধরা। কিন্তু এতো টাকা খরচা করেও ফেডারেশন কাপে সাফল্য আসেনি। তবে স্বাধীনতা কাপের শিরোপাটা ঠিকই জিতে নিল বসুন্ধরা
খেলা শেষে বসুন্ধরার এক কর্মকর্তা জয়সূচক গোলদাতা মতিনের প্রশংসা করতে গিয়ে তাকে বিশ্বকাপ খেলা কলিন্দ্রেসের চেয়েও উপরে তুলে ধরলেন! কলিন্দ্রেস কোস্টারিকার হয়ে বিশ্বকাপে খেলেছেন। তার চেয়েও ভালো খেলোয়াড় বাংলাদেশের মতিন! বসুন্ধরার ওই কর্তা বলেন, ‘আরে কিসের কলিন্দ্রেস, খেলোয়াড় হলো মতিন!’ কলিন্দ্রেসের সঙ্গে এই তুলনাটা আসলে তিনি করেছেন ফাইনালের মতিনের গুরুত্ব বোঝাতেই।

শুধু জয়সূচক গোল নয়, পুরো ম্যাচেই দুর্দান্ত খেলেছেন মতিন। ওই কর্তা তাই মেতে উঠলেন মতিন বন্দনায়। ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় বসুন্ধরা। বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কাস ভিনিসিয়াস। অবশ্য এই লিড খুব বেশি সময় ধরে রাখতে পারেনি বসুন্ধরা। বুলেট গতির আরেক শটে শেখ রাসেলকে সমায় ফেরান নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল অনব্রো।

প্রথমার্ধের বাকি সময়সহু দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। নির্ধারিত ৯০ মিনিট শেষে তাই ফল ১-১। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। তবে অতিরিক্ত সময়ের ৫ মিনিটেই বসুন্ধরাকে উৎসবে ভাসান মতিন। বাকি ১৫ মিনিটে শেখ রাসেল চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি।