হাইটেক | তারিখঃ ডিসেম্বর ১৩, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 490 বার
অনলাইনে কেনাকাটায় গত কয়েক বছরের ব্যবধানে বাংলাদেশ অনেক এগিয়েছে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাড প্রকাশিত এক সূচকে অগ্রগতির এ চিত্র ফুটে উঠেছে। এতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় আর দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার উন্নয়নশীল অর্থনীতিগুলোর মধ্যে দশম অবস্থানে রয়েছে। আঙ্কটাডের প্রকাশিত ‘বিজনেস টু কমার্স ই-কমার্স ইনডেক্স ফর-২০১৮’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
তালিকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান সবার উপরে। দেশটির অবস্থান ৮০তম। বাংলাদেশের বর্তমান অবস্থান ৮৮তম। বাংলাদেশের স্কোর এবার আগের বছরের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে ৪৬ দশমিক ৩ হয়েছে। র্যাংকিংয়ে শীর্ষ দেশ হিসেবে প্রথমবারের মতো স্বীকৃতি পেয়েছে নেদারল্যান্ডস।
চারটি বিষয় বিবেচনা করে অনলাইন ব্যবসার জন্য প্রস্তুত শীর্ষ দেশগুলোর এ সূচক তৈরি করে আঙ্কটাড। এগুলো হচ্ছে- ইন্টারনেট ব্যবহারকারী জনসংখ্যার হার, ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান ও মোবাইল ব্যাংকিংয়ে হিসাব থাকা জনসংখ্যার হার, নিরাপদ ইন্টারনেট সার্ভার এবং ডাক ব্যবস্থার ওপর নির্ভরতা।
Leave a Reply