অর্থনীতি | তারিখঃ মার্চ ১৮, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 2050 বার
যশোরের গদখালিতে বিশেষ ধরণের লং স্টিক গোলাপ চাষ হচ্ছে।ভারতের পুনে থেকে গোলাপের চারা এনে ৪০ শতক জমিতে লং স্টিক গোলাপ চাষ করেন ইনামুল। চারা কেনা, শেড তৈরি, পরিচর্যাসহ এ পর্যন্ত তার খরচ হয়েছে ১০ লাখ টাকা।ইনামুল হোসেনের লং স্টিক গোলাপের বাগান দেখে এলাকার অনেক ফুল চাষি এ ফুল চাষে আগ্রহী হয়ে উঠেছেন।
লং স্টিক গোলাপের চাষ সম্প্রসারণে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। ঠিকমতো পরিচর্যা করলে লং স্টিক গোলাপ গাছ থেকে টানা ১০ বছর ফুল পাওয়া সম্ভব জানিয়েছেন ফুল চাষি।
Leave a Reply