জাতীয় স্বদেশ | তারিখঃ নভেম্বর ১৬, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 815 বার
রাজশাহীর পবা উপজেলার হরিপুরে দেশ ট্রাভেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছকে ধাক্কা দিলে দু’জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- বাসের সুপারভাইজার আব্দুল হালিম (৪৫) ও যাত্রী চাঁপাইনবাবগঞ্জের শওকত আলী (৩০)। শওকত ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেশ ট্রাভেলসের বাসটি ঢাকা থেকে রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। শুক্রবার সকালে পবার উপজেলার হরিপুরে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শওকত আলী মারা যান এবং আহত হন কয়েকজন। তাদের উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পর হালিম সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, দেশ ট্রাভেলসের একটি বাস সকালে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই শওকতের এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হালিমের মৃত্যু হয়। ওই বাসের চালকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ দু’টি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
Leave a Reply