আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে বিএনপি নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশের ওপর হামলা চালিয়েছে বিএনপি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খাঁন ।
আজ (১৪ নভেম্বর, ২০১৮) সন্ধ্যায় রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন । এ সময় পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার), ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি ড. হাসানুল হায়দার, ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলম বিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) কৃষ্ণ পদ রায় বিপিএম, পিপিএম-বার সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় মন্ত্রী পুলিশের ওপর হামলার ঘটনাকে পরিকল্পিত হামলা বলে উল্লেখ করেন। তিনি আরো বলেন, নির্বাচন কমিশন যখন নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন, দেশের মানুষ নির্বাচনমুখী হয়েছে । এ সময় নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা করা হয়েছে। এ হামলায় জড়িতদের ভিডিও ফুটেজ দেখে সনাক্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
পুলিশের ওপর বিএনপি’র নেতাকর্মীদের এ হামলায় ২৩ জন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আহত হয়েছেন। যার মধ্যে মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শিবলী নোমান, মতিঝিলের এসি (পেট্রোল ) মোঃ ইলিয়াস, মতিঝিলের জোনের এসি মিশু বিশ্বাস সহ উর্ধ্বতন ৫ পুলিশ কর্মকর্তা রয়েছে। এ সময় পুলিশের দুটি গাড়িতে অগ্নিসংযোগও করা হয়। সুত্র -ডিএমপি নিউজ