বিদেশ | তারিখঃ নভেম্বর ১৪, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 629 বার
২০১৪ সালের ১১ নভেম্বর চালুর পর এখন পর্যন্ত প্রায় ২ কোটি ৮ লাখ যাত্রী পরিবহন করেছে দুবাই ট্রাম। সাড়ে ১০ কিলোমিটার বিস্তৃত দুবাই ট্রাম সংযুক্ত করেছে দুবাই ম্যারিনা মল, দুবাই মিডিয়া সিটি, পাম জুমেইরাহর মতো ১১টি স্টেশনকে। শহরটির সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (আরটিএ) সম্প্রতি এক ঘোষণায় জানিয়েছে, এ ট্রাম ব্যবস্থা দুবাইয়ের গণপরিবহন সংকট ও যানজট কমাতে সহায়তা করেছে। এছাড়া কার্বন নিঃসরণ ৮১ শতাংশ কমেছে বলে জানিয়েছে আরটিএ ছবি ও তথ্যসূত্র: অ্যারাবিয়ান বিজনেস
Leave a Reply