জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ব্যারিস্টার মইনুল হোসেনকে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার সময় আদালত চত্বরে ঝাড়ু মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

রোববার সকাল সাড়ে ১০টায় আদালত চত্বরে অবস্থান নিয়ে তারা ঝাড়ু মিছিল করে।

তাকে আদালতে হাজির করা হবে এমন খবর পেয়ে রংপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিমা জামান ববির নেতৃত্বে রংপুর জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা সকাল থেকে আদালতের সামনে ঝাড়ু হাতে নিয়ে অবস্থান করে।

এর আগে শনিবার বিকেলে কড়া পুলিশি পাহাড়ায় ব্যারিস্টার মইনুল হোসেনকে ঢাকা থেকে রংপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয় ।

উল্লেখ্য, দৈনিক ‘আমাদের নতুন সময়’ ভারপ্রাপ্ত সম্পাদক মাসুদা ভাট্টিকে নিয়ে ১৬ অক্টোবর মধ্যরাতে একাত্তর টিভির একটি অনুষ্ঠানে কুরুচিপূর্ণ মন্তব্য করায় মইনুল হোসেনের বিরুদ্ধে ২২ অক্টোবর রংপুরে মামলা করেন নারী অধিকারকর্মী মিলিমায়া বেগম।

ওই মামলায় রোববার তাকে আদালতে হাজির করা হয়েছে।

সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তির ঘটনায় রংপুরের ওই মামলায় ২২ অক্টোবর সন্ধ্যায় ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করা হয়।

পরে ২৫ অক্টোবর তার পক্ষে জামিন আবেদন করা হলে আদালতে নথি না আসায় শুনানি স্থগিত করে তাকে আদালতে হাজির করার নির্দেশ দেন বিচারক।