বিদেশ | তারিখঃ নভেম্বর ১, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 571 বার
যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়প্রার্থী সৌদি বংশোদ্ভূত দুই বোনের লাশ উদ্ধার করা হয়েছে। গত ২৪ অক্টোবর নিউইয়র্কের হাডসন নদীর তীরে লাশ দুটি পাওয়া যায়। নিউইয়র্ক পুলিশের বরাতে এ কথা জানা গেছে।
নিহতদের একজন টালা ফারিয়া (১৬), অপরজন রোটানা ফারিয়া (২২)।
দুই বোনের মরদেহ টেপ দিয়ে একসঙ্গে বাঁধা অবস্থায় পাওয়া যায়। মায়ের সঙ্গে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে আসেন ওই দুই তরুণী। গত ২৪ আগস্ট থেকে তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছিল না।
এদিকে, তরুণীদের মা পুলিশকে জানিয়েছেন, তাদের খুঁজে পাওয়ার একদিন আগে গত ২৩ অক্টোবর তাকে যুক্তরাষ্ট্র ছাড়তে চিঠি দিয়েছিল সৌদি দূতাবাস।
এর আগে, পরিবারটি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে আবেদন করে।এ কারণে যুক্তরাষ্ট্র ছাড়তে সৌদি দূতাবাস তাদের নির্দেশ দিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: ইউএসএ টুডে
Leave a Reply