জাতীয় স্বদেশ | তারিখঃ অক্টোবর ১১, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 422 বার
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক দুই মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী ও ব্রিগেডিয়ার (অব.) আব্দুর রহিমের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূর উদ্দীন রায় ঘোষণার সময় এ দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।
এ দুজনের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ও আদালতের অনুমতি ছাড়া মামলার আলামত ধ্বংস করার অভিযোগ আনা হয়েছে। আর এ অভিযোগের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। এর আগে ১০ ট্রাক অস্ত্র মামলার রায়েও মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন তারা।
জানা গেছে, মুফতি হান্নানের যে জবানবন্দি মামলার মোড় ঘুরিয়ে দিয়েছিল, সেখানে এ দুই গোয়েন্দা প্রধানের নামও উঠে আসে, যার পরিপ্রেক্ষিতে তদন্ত শেষে তাদের বিরুদ্ধেও অভিযোগপত্র দেয়া হয়।
উল্লেখ্য, মুফতি হান্নান তার জবানবন্দিতে জানিয়েছেন, হামলার পরিকল্পনায় হাওয়া ভবনে যে বৈঠক হয়, সেখানে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, হারিছ চৌধুরী, লুত্ফুজ্জামান বাবর, গোয়েন্দা প্রধান মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং ব্রিগেডিয়ার (অব.) আব্দুর রহিমও উপস্থিত ছিলেন। পরে তারেক রহমান এ বৈঠকে যোগ দেন।
Leave a Reply