মাদারীপুরে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ আলিম মোল্লা নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার ভোর ৫টার দিকে সদর উপজেলার শিরখাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলিম কালকিনি উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের শামসুল হক মোল্লার ছেলে।নিহত আলিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া তিনি ডাকাতি ও মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় একজন সদস্য বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালাদার জানান, ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শিরখাড়া এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় বাকি সদস্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন আলিম নামের একজন। তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অখিল সরকার বলেন, ভোররাতে আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে ডিবি পুলিশ। তার শরীরের একাধিক জায়গায় বড় ধরনের ক্ষত চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়ে