অপরাধ সংবাদ | তারিখঃ আগস্ট ৯, ২০১৮ | নিউজ টি পড়া হয়েছেঃ 738 বার
রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেঁস্তোরায় জঙ্গি হামলার মামলায় গ্রেফতার হওয়া নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে বৃহস্পতিবার বিকেলে মুক্তি পেয়েছেন।
বুধবার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান মামলাটির চার্জশিট গ্রহণ করেন। মামলার দায় থেকে হাসনাত করিমকে অব্যাহতির আবেদন মঞ্জুর করা হয়। কাশিমপুর কারাগারে কাগজপত্র এসে পৌঁছলে যাচাই-বাছাই শেষে দীর্ঘ দুই বছর কারাগারে থাকার পর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন। কাশিমপুর কারাগারের জেল সুপার শাহজাহান আহমেদ মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
দীর্ঘ দুই বছর তদন্ত শেষে গত জুলাইয়ে হোলি আর্টিজান মামলার অভিযোগপত্র আদালতে পাঠানো হয়। অভিযোগপত্রে বলা হয়, এই মামলায় হাসনাত করিমের সম্পৃক্ততা পায়নি পুলিশ।
Leave a Reply