অপরাধ সংবাদ | তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 669 বার
দেশের তিনটি ইন্টারনেট প্রোটোকল-আইপিতে ম্যালওয়্যার ভাইরাসের অবস্থান শনাক্ত করেছে, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাইবার ফরেনসিক বিশেষজ্ঞরা। এরপরই সাইবার আক্রমণ আতঙ্কে নড়েচড়ে বসেছে ব্যাংকগুলো। নজরদারি বাড়িয়েছে অনলাইন লেনদেনে। নির্ধারণ করে দেয়া হয়েছে সর্বোচ্চ সীমা।
ব্যাংকাররা বলছেন, সুইফট এবং ক্রেডিট কার্ড হ্যাকিং এর ঝুঁকি বেশি থাকায় লেনদেন বিষয়ে সতর্ক তারা।
বিশ্লেষকরা বলছেন, বিদেশি সফটওয়্যারে, নির্ভরতা কমানোর পাশাপাশি প্রযুক্তিতে দক্ষ জনবল গড়ে তুলতে হবে।
সাইবার আক্রমণের আশঙ্কায় এটিএম বুথে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নজরদারি করা হচ্ছে টাকা উত্তলনের বিষয়টি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পর কার্ডের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেন বন্ধ করে দিয়েছে অনেক ব্যাংক।
বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তি নির্ভর লেনদেন বৃদ্ধির সাথে সাথে ঝুঁকির মাত্রা বাড়তেই থাকবে। এ জন্যে ব্যাংকের পর্যাপ্ত প্রস্তুতি দরকার। আইটি নিরাপত্তায় বিনিয়োগ বৃদ্ধির সাথে সাথে দক্ষ জনবল গড়ে তুলতে মনোযোগ দিতে হবে।
Leave a Reply