জাতীয় স্বদেশ | তারিখঃ জুলাই ২১, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 606 বার
প্রাণঘাতী করোনা মহামারি সামাল দিতে যথাযথ ব্যবস্থা নেয়ার ব্যর্থতা নিয়ে সারাদেশে ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে জনপ্রশাসন সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, তিনি (ডিজি) পদত্যাগ করেছেন। তবে আমাকে তিনি জানাননি। জপ্রশাসন মন্ত্রণালয় গিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
দেশে করোনা মহামারি শুরুর পর মন্ত্রণালয় ও অধিদফতরের কাজে সমন্বয়হীনতা প্রকাশ্যে আসে। সম্প্রতি কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে অধিদফতর থেকে অনুমোদন পাওয়া রিজেন্ট হাসপাতাল এবং নমুনা সংগ্রহকারী প্রতিষ্ঠান জেকেজির নজিরবিহীন দুর্নীতি, অনিয়ম ও প্রতারণার পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবি ওঠে বিভিন্ন মহাল থেকে। এরপরই তিনি আজ পদত্যাগ করলেন।
২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের পদে রয়েছেন ডা. আজাদ। চাকরির মেয়াদ শেষ হওয়ার পর চুক্তিতে নিয়োজিত ছিলেন তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার আগে ডা. আজাদ এই অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের (প্রশাসন) দায়িত্বে ছিলেন।
১৯৮৩ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করা আবুল কালাম আজাদ ২০০১ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। ১৯৯০ সালে তৎকালীন আইপিজিএমআর (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) থেকে এমফিল ডিগ্রি নেন তিনি।
আবুল কালাম স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের পরিচালক এবং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের (পরিকল্পনা ও উন্নয়ন) দায়িত্বেও ছিলেন বলে স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়।
Leave a Reply