করোনাভাইরাসে সংক্রমিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আজ শুক্রবার ভোরে ব্রেন স্ট্রোক করা পরে এখন তার অপারেশন হচ্ছে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় গণমাধ্যমকে জানান , ‘এখন আব্বার অবস্থা ভালো না। তিনি ভালোই হয়ে গিয়েছিলেন। কিন্তু আজ ভোরে ব্রেন স্ট্রোক করেছেন। এখন তার অপারেশন চলছে।’ শাকিল তার বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

করোনার উপসর্গ নিয়ে গত সোমবার (১ জুন) দুপুরে ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন নাসিম। পরে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ শনাক্ত হয়। পরের তিন দিন পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও শুক্রবার সকালে ব্রেন স্ট্রোক করায় নতুন জটিলতা তৈরি হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন বিভাগের প্রধান প্রফেসর ডা. রাজিউল হকের নেতৃত্বে অপারেশন চলছে।

জানা গেছে, মোহাম্মদ নাসিমকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়ার সিদ্ধান্ত হয়েছিল। এ জন্য সিএমএইচ এর অ্যাম্বুলেন্সও এসেছিল। কিন্তু তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় নেয়া যায়নি। সেই হাসপাতালেই তার অস্ত্রপচার চলছে।