নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার শাকতোলা গ্রাম থেকে ২৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় জাবেদ(২০) ও সাব্বির (২২) নামে দুজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার মধ্যরাতে উপজেলার নদোনা ইউপির শাকতোলা গ্রামের তোরাব ব্যাপারির নতুন বাড়ীতে অভিযানে এসব অস্ত্র উদ্ধার করে সোনাইমুড়ী থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার নদোনা বাজারে অভিযান চালিয়ে যুবলীগ নেতা ইউসুফ ও পুলিশের উপর হামলা মামলার অন্যতম আসামী আবু ইউসুফ জাবেদ কে আটক করা হয়,পরে তার স্বীকারোক্তিতে শাকতোলার তোরাব ব্যাপারি বাড়ীতে অভিযান চালিয়ে সাব্বিরকে আটক ও তার রান্নাঘরে একটি চটের বস্তায় মোড়ানো অবস্থায় ৩টি দেশীয় তৈরি বন্দুক (এলজি) ১টি ১২ বোর কার্তুজ, একটি বন্দুক লোডেড অবস্থায়, ৫টি চাইনিজ কুড়াল, ১টি তলোয়ার, ৯টি কিরিচ, ২টি বড় ছুরি, ৬ টি রামদা, ১ টি ধামা উদ্ধার করা হয়।
সোনাইমুড়ী থানার ওসি আব্দুস সামাদ জানান, এইঘটনায় ২ জনের নাম উল্লেক করে থানার এসআই ফারুক হোসাইন বাদী হয়ে ৪ জনকে পলাতক দেখিয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। এছাড়াও তাদের বিরুদ্ধে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ইউসুফকে হত্যাচেষ্টার ও পুলিশের গাড়ী ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে থানায় একাদিক মামলা রয়েছে।