অপরাধ সংবাদ | তারিখঃ এপ্রিল ১১, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 899 বার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের সঙ্গে শুক্রবার সন্ধ্যায় শেষ সাক্ষাৎ করেছেন স্বজনরা। এখন যে কোনো সময় তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
এর আগে বুধবার কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন মাজেদ। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বৃহস্পতিবার তার আবেদন নাকচ করে দেন। ওই দিনই তার মৃত্যু পরোয়ানার ফাইল রাষ্ট্রপতির কার্যালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। এই ফাইল কারা কর্তৃপক্ষের কাছেও পাঠানো হয়েছে। এরপর কারাবিধি ও সরকারের নির্দেশনা অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হয়েছে।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আবদুল মাজেদ প্রাণভিক্ষার আবেদন করেছিলেন। রাষ্ট্রপতি যেহেতু আবেদন নাকচ করেছেন, তাই যে কোনো সময় তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।’
কারা অধিদপ্তরের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, মৃত্যুদণ্ড কার্যকরের জন্য বিধি অনুযায়ী সব প্রস্তুতি নিয়ে রেখেছে কারা কর্তৃপক্ষ। সরকার যেভাবে নির্দেশনা দেবে, সেভাবেই দণ্ড কার্যকর হবে। আসামির স্বজনরা গতকাল সন্ধ্যায় তার সঙ্গে কারাগারে শেষ সাক্ষাৎ করেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুল মাজেদ ২৩ বছর ধরে কলকাতায় আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি গোপনে ঢাকায় আসেন। সোমবার রাত ৩টার দিকে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। মঙ্গলবার আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন হাকিম। এরপর বুধবার ঢাকার জেলা ও দায়রা জজ এম হেলাল চৌধুরী আসামির মৃত্যু পরোয়ানা জারির আদেশ দেন। এ পর্যায়ে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেন আবদুল মাজেদ।
Leave a Reply