জাতীয় স্বদেশ | তারিখঃ এপ্রিল ৬, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 993 বার
মরনব্যাধি করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের বর্তমান পরিস্থিতিতে মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেম ছাড়া সবাইকে নিজ বাসায় নামাজ আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব সাখাওয়াৎ হোসেন সাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভয়ানক করোনাভাইরাস রোধকল্পে মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেমরা মসজিদে নামাজ আদায় করবেন। আর অন্য মুসল্লিদের নিজ নিজ বাসায় নামাজ আদায় করতে নির্দেশ দেওয়া যাচ্ছে। এ ছাড়াও জুমার জামাতে অংশগ্রহণের পরিবর্তে ঘরে জোহরের নামাজ আদায়ের নির্দেশ দেওয়া যাচ্ছে।
এতে আরও বলা হয়েছে, মসজিদে জামাত চালু রাখার প্রয়োজনে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা মিলে পাঁচ ওয়াক্তের নামাজ অনধিক পাঁচজন এবং জুমার জামাতে অনধিক ১০ জন শরিক হতে পারবেন। বাইরের মুসল্লি মসজিদে জামাতে অংশ নিতে পারবেন না।
সংশ্লিষ্টদের এই সকল নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়েছে। কোনো প্রতিষ্ঠানে এসব নিয়ম না মানা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Leave a Reply