অপরাধ সংবাদ | তারিখঃ মার্চ ৬, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 629 বার
আলোচিত ইয়াবা সম্রাট আমিন হুদা মারা গেছেন। শুক্রবার দুপুর ১ টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ তার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কর্মকর্তারা জানান, আমিন হুদা ইয়াবা মামলায় ৭৯ বছরের সাজাপ্রাপ্ত বন্দী ছিলেন। তিনি বেশ কিছুদিন ধরে বিএসএমএমইউতে ভর্তি ছিলেন। শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আমিন হুদাকে ২০০৭ সালের ২৪ অক্টোবর গুলশানের একটি বাড়ি থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী গুলশানের আরেকটি বাসা থেকে ১৩৮ বোতল মদ, পাঁচ কেজি ইয়াবা (১ লাখ ৩০ হাজার পিস) এবং ইয়াবা তৈরির যন্ত্র ও উপাদান উদ্ধার করা হয়।
আরো পড়ুন : আগামীকাল জয় বাংলা কনসার্ট, মঞ্চ মাতাবে ১১ দল
২০১২ সালের ১৫ জুলাই আমিন ও তার সহযোগী আহসানুল হককে ৭৯ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাদের ৭ কোটি ৫৫ লাখ টাকার অর্থদণ্ড দেয়া হয়।
Leave a Reply