অপরাধ সংবাদ | তারিখঃ মার্চ ১, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 628 বার
চট্টগ্রামে ট্রাফিক পুলিশ বক্সের ভেতরে বিস্ফোরণে দুই পুলিশসহ তিন জন আহত হয়েছেন। শুক্রবার রাতে ষোলশহর দুই নম্বর গেট এলাকার পুলিশ বক্সের এই বিস্ফোরণটির সঙ্গে গত বছর ঢাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের সাদৃশ্যের কথা জানিয়েছে পুলিশ।
শনিবার এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) জানায়, ঢাকার মতো এখানেও পুলিশে বক্সের ভেতরে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার হয়েছে।
সিএমপির কাউন্টার টেরোরিজম (সিটি) ইউনিটের অতিরিক্ত উপ কমিশনার (অপারেশন) পলাশ কান্তি নাথ জানান , ‘গত বছর রাজধানীর বিভিন্ন জায়গায় পুলিশের ওপর হামলার সঙ্গে এর মিল রয়েছে।’
গত বছরের এপ্রিল ও সেপ্টেম্বরের মধ্যে ঢাকার গুলিস্তান, মালিবাগ ও সায়েন্স ল্যাব এলাকায় পুলিশকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটেছিল। এছাড়াও বোমা পাওয়া গিয়েছিল পল্টন ও খামারবাড়ি এলাকায় পুলিশ বক্সে। এসব ঘটনায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করে বলে জানায় সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।
সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম সিএমপি সদর দপ্তরে গণমাধ্যমকে বলেন, ‘এটি জঙ্গি আক্রমণ ছিল কিনা, তা নিশ্চিত নয়। নাশকতা বিষয়ে তদন্ত শেষে নিশ্চিত করা হবে।’
তিনি জানান, ট্রাফিক পুলিশ বক্সের ভেতরে স্থানীয়ভাবে তৈরি আইইডি বিস্ফোরিত হয়। ‘কারা এটা তৈরি করেছে তা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি।’
তিনি বলেন, ‘বিস্ফোরণের পর সিএমপির সবগুলো ইউনিটে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে, থানা, ফাঁড়ি ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ঢাকা থেকে অ্যান্টি-টেরোরিজম ইউনিটের (এটিইউ) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা বোমা বিস্ফোরণের সূত্র খোঁজার চেষ্টা করছে।’
এর আগে শনিবার সকালে সহকারী পুলিশ সুপার (এএসপি) শাওন কুমার সরকারের নেতৃত্বে ১১ সদস্যের অ্যান্টি-টেরোরিজম ইউনিটের (এটিইউ) একটি দল ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছায়। তারা ঘটনাস্থল থেকে প্রমাণাদি সংগ্রহ করে সিএমপির কাউন্টার টেরোরিজম (সিটি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সিএমপির একজন বোমা বিশেষজ্ঞ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ঢাকায় বিস্ফোরিত আইইডির সঙ্গে এর মিল পাওয়া গেছে। রকেট ফ্লেয়ার, জিআই পাইপ, বল বিয়ারিং, ব্যাটারি ও সার্কিট দিয়ে এই আইইডি তৈরি করা হয়েছে।’
‘যেহেতু, একটা সময় পর এটা বিস্ফোরিত হয়েছে, সে কারণে এটা টাইমার আইইডি হতে পারে। তবে, আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি এটা টাইম বোমা নাকি রিমোট-কন্ট্রোল বোমা ছিল,’ যোগ করেন তিনি।
Leave a Reply