অপরাধ সংবাদ | তারিখঃ ফেব্রুয়ারি ১০, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 736 বার
বরিশালের আগৈলঝড়া উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সুজন কাঠিগ্রাম থেকে আবু নাঈম মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিটের সদস্যরা।
গোপন খবরের ভিত্তিতে ‘ধর্মীয় উগ্র মতবাদ প্রচার এবং প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগে’ গ্রেফতার করা হয়েছে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নাঈম নিজেকে নব্য জেএমবির একজন সক্রিয় সদস্য বলে স্বীকার করে। তার নিকট থেকে বিভিন্ন উগ্রবাদী সম্পর্কিত বই, লিফলেট ও ডিজিটাল কন্টেন্টসহ মোবাইল উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে সন্দেহভাজন নব্য জেএমবি সদস্য বলে, নব্য জেএমবির এক সদস্যের সঙ্গে পরিচয়ের মাধ্যমে সে নব্য জেএমবির দাওয়াত দেয় এবং বিভিন্ন বই ও ভিডিও সরবরাহ করে। এমনকি সংগঠনের প্রয়োজনে যোগাযোগের মতো বিভিন্ন সিকিউরড সফটওয়ার ও মোবাইল অ্যাপস সম্পর্কে শিক্ষা দেয়। এক পর্যায়ে ধীরে ধীরে সে নিষিদ্ধ সংগঠনের নব্য জেএমবির সঙ্গে জড়িয়ে পড়ে। বর্তমানে উক্ত সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে সে বরিশাল এলাকার নব্য জেএমবির সমন্বয়ক হিসেবে কাজ করে আসছিল। প্রায় দুই বছর যাবত এই সংগঠনের সঙ্গে জড়িত আবু নাঈম মোল্লা প্রধানমন্ত্রীকে নিয়েও বিভিন্ন কটুক্তিমূলক কনন্টেন্স স্যোসাল মিডিয়ায় প্রচার করত। তার ব্যবহৃত মোবাইল থেকে বিপুল সংখ্যক বিভিন্ন উগ্রবাদী ডিজিটাল কনন্টেন্স পাওয়া গিয়েছে।
তাকে জিজ্ঞাসাবাদে আরও জানায়, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপক্ষে এবং তারা কথিত ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। তাদের লক্ষ্য ইসলামী খেলাফত প্রতিষ্ঠায় যারা প্রতিহত বা বিরুপ সৃষ্টি করে তাদের ধ্বংস করা। আসামীর বিরোদ্ধে আগৈলঝড়া থানা সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
Leave a Reply