রাজশাহী মহানগরীর অলকার মোড় সংলগ্ন তিনটি মোবাইলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সকাল পৌনে দশটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় মোবাইল দোকানের জুয়েল নামের এক কর্মচারী আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল পৌনে দশটার দিকে মোবাইল শোরুম এর কর্মচারী জুয়েল শোরুম খুলে মেইন সুইচ দেন। এ সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। একসাথে পাশাপাশি তিনটি মোবাইলের দোকানে আগুন লাগে।

এরপর স্থানীয়রা দ্রুত রাজশাহী ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘসময় চেষ্টার পরে ১১ টার দিকে আগুন নিয়ন্ত্রণ করে। এ সময় উৎসুক জনতা ওই দোকানে চারপাশে ভিড় জমায়। আগুনে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। রাজশাহী ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। এতে মোবাইল শোরুমের জুয়েল নামের এক কর্মচারী আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।