থাইল্যান্ডে এক সৈন্যের গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছে বলে পুলিশ। আজ শনিবার রাজধানী ব্যাংককের উত্তরপূর্বে নাখন রাচসিমা (কোরাত নামেও পরিচিত) শহরে ও শহরের আশপাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছে বলে জানিয়েছে তারা জানিয়েছে স্থানীয় পুলিশ।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবিসি থাইকে জানান, জাক্রাফ্যান থম্মা নামের এক জুনিয়র কর্মকর্তা একটি সামরিক শিবির থেকে বন্দুক ও গুলি চুরি করার আগে তার কমান্ডিং অফিসারের ওপর হামলা চালান। এরপর তিনি শহরটির একটি বৌদ্ধ মন্দিরে ও বিপণীবিতানে গুলিবর্ষণ করেন। সন্দেহভাজন এখনও পালিয়ে আছেন বলে জানান তিনি।

একটি ফুটেজে দেখা গেছে, সন্দেহভাজন শহরের মুয়াং এলাকায় টার্মিনাল ২১ বিপণীবিতানের সমানে হামভি ধরনের একটি গাড়ি থেকে নেমে গুলি করছেন ওই সেনাসদস্য। তখন লোকজন পালানোর চেষ্টা করছিল।

অন্যান্য ফুটেজে ভবনটির বাইরে আগুন জ্বলতে দেখা গেছে। গুলির আঘাতে বিস্ফোরিত একটি গ্যাস ক্যানিস্টার থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে কয়েকটি প্রতিবেদনে বলা হয়।

সন্দেহভাজন ওই সৈনিক বিপণীবিতানের ভিতরে আছেন, এমন তথ্যের ভিত্তিতে কর্তৃপক্ষ বিপণীবিতান থেকে বের হওয়ার সবগুলো পথ বন্ধ করে দিয়ে তাকে ধরার চেষ্টা করছে বলে জানা গেছে। ৩২ বছর বয়সী ওই সন্দেহভাজন বিপণীবিতানের ভিতরে কয়েকজনকে জিম্মি করেছেন। তবে বিবিসি জানিয়েছে সরকারিভাবে এ তথ্য নিশ্চিত করা হয়