জাতীয় স্বদেশ | তারিখঃ ফেব্রুয়ারি ২, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 1115 বার
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবেই চলছে। দলটির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতালের সমর্থনে স্লোগান দেন নেতা-কর্মীরা। এছাড়া রবিবার সকাল থেকে এখন পর্যন্ত রাজধানীর আর কোথায় হরতালের কর্মসূচি পড়েনি।
কার্যালয়ের সামনে হরতালের সমর্থনে অবস্থান নিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তার সঙ্গে আছেন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় তারা হরতালের সমর্থনে এবং সরকারের বিপক্ষে নানা স্লোগান দেন।
রিজভী বলেন, নির্বাচনে কারচুপি হয়েছে। আমরা এ নির্বাচন প্রত্যাখ্যান করেছি। জনগণের রায়ের প্রতিফলন না আসায় তারাও এটা প্রত্যাখ্যান করেছে।
সিটি নির্বাচনের পরের দিন রোববার সকালের দিকে রাস্তায় যানবাহনের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বৃদ্ধি পাচ্ছে। এদিকে হরতাল ডাকা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিকে রাজধানীর রাস্তায় তেমনভাবে চোখে পড়েনি। আবার কোথাও থেকে কোনো অপ্রীতিকর ঘটনার তথ্যও পাওয়া যায়নি।
এদিকে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, বাস, লেগুনা, সিএনজি স্বাভাবিকভাবেই চলছে। ব্যক্তিগত গাড়িও সড়কে চলতে দেখা গেছে। অফিসগামী মানুষের চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও কোথাও আবার যানজটও দেখা যায়। অন্যদিকে সড়কে বিভিন্ন পয়েন্টে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি।
Leave a Reply