জাতীয় স্বদেশ | তারিখঃ ফেব্রুয়ারি ১, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 432 বার
ভোটের দিনের আলো ফুটতেই কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ সারি- বাংলাদেশের এমন উৎসবের নির্বাচনের সংস্কৃতি দেখা মেলেনি সম্প্রতি। এবার তার সাক্ষী হলো খোদ রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন।
এই নির্বাচন উৎসবমুখর করতে কমতি ছিল না প্রচারণা থেকে নিরাপত্তার। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া প্রচার-প্রচারণা ছিল জমজমাট। প্রার্থীদের আশা ছিল কেন্দ্রে দেখবেন ভোটারদের সারি।
কিন্তু তাদের কেন যেন হতাশ করলেন ভোটাররা। শনিবার ঢাকার দুই সিটির ভোটের সকালের চিত্র ছিল এমনই। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রার্থী ও পোলিং এজেন্টদের সকাল বেলাটা কেটেছে ভোটারের প্রতীক্ষায়।
এছাড়া নির্বাচনে মাঠে থাকার ঘোষণা দিলেও বহু কেন্দ্রে খোঁজ মেলেনি মাঠের বিরোধী দল বিএনপির প্রার্থীদের এজেন্ট। দেখা যায়নি সংসদের বিরোধী দল জাতীয় পার্টির প্রার্থীদের এজেন্টও। অবশ্য বিএনপির অভিযোগ, তাদের এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।
বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার মিরপুরে মনিপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে বেঞ্চে হেলান দিয়ে গভীর ঘুমে নিরাপত্তাকর্মী। কেন্দ্রে ভোটারের উপস্থিতিও তেমন নেই। তবে কেন্দ্রের ভেতরে অবস্থান করছেন বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা। তারা আঙুলের ছাপ নেয়ার পর নৌকায় ভোট দিতে বাধ্য করছেন। কেন্দ্রে সাধারণ ভোটারদের কেন্দ্রে প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে । মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ গেটে পাহারায় সরকার দলীয় নেতাকর্মীরা, আওয়ামী লীগের লোকজন ছাড়া কেন্দ্রে ঢুকতে পারছেন না সাধারণ ভোটারা।
Leave a Reply